পরিবহন বন্ধ: সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মোটর শ্রমিকদের মানববন্ধন

Passenger Voice    |    ০২:৫০ পিএম, ২০২১-০৪-২৭


পরিবহন বন্ধ: সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মোটর শ্রমিকদের মানববন্ধন

বিধি-নিষেধের কারণে টানা ২২ দিন বন্ধ রয়েছে গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা।এ অবস্থায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন মোটর শ্রমিকরা।মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা মখছুর রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, জুলফিকার হোসেন সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, বিধি-নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। টানা ২২ দিন গাড়ি বন্ধ থাকলেও এখনো পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি তাদের। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারগুলোর।

বক্তারা মোটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। একইসঙ্গে তারা ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় তারা বাস চালু করে দেওয়ার দাবি জানান।